Header Ads

Sorry Dipannita (স্যরি দিপান্বিতা) - Dhruboalok2k18 | Bangla Song Lyrics | বাংলা লিরিক্স

[গানের লিরিক] দীপান্বিতা - তারিফ এবং সিফাত - নাটক : সরি দীপান্বিতা

সময় যখন মরুর ঝড়ে,
এ মন হারায়কেমন করে,
আমি তখন যোজন
দূরে একাকি সঙ্গি মৌনতা /
আকাশ যখন আঁধারভীষণ, 
একফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায়অপমানে পেয়েছে রিক্ত
শুন্যতা/
সমান্তরাল পথেরবাকে, তোমারপথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ...
গাছের সবুজ পাতারফাঁকে,
তোমারছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা...
তুমি নীলাকাশ আপনকরেছোহঠাৎ কোনকালে কে জানে!
স্বপ্নসীমানা ছুঁয়ে দিয়েছকোনসে জাদুতে কে জানে!
আমি ছিলাম তোমারপাশে,
তোমার আকাশভালবেসে,
সে বিশালে খুঁজেছি একটুকুঠাই,
তাও মেলেনি তা/হঠাৎ যখন ছুটিরখেলা,
মেঘে মেঘে অনেকবেলা, 
তখনসে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছযে বৃথা/
অশান্ত মন বোঝাইকাকে,
হারিয়ে চাইছি তোমাকে,
হাতছানি দিয়েযে ডাকে সৃতির পাতা...
নদির শেষে আকাশনীলে,
স্বপ্নগুলো মেলে দিলে,
তারা বলে সবাই মিলে,
দীপান্বিতা...
শোননা রূপসী,
তুমি যে শ্রেয়সী,
কি ভীষণ উদাসি,প্রেয়সী।
জীবনের গলিতে, 
এগানেরকলিতে,
চাইছি বলিতে,ভালবাসি।
চোখের জলেরইআড়ালে,
খেলা শুধুই দেখেছিলে,
যন্ত্রণারই আগুননীলে,
পুড়েছি যে-বোঝনি তা/
অভিমানে চুপটি করে,
এসেছি তাই দূরে সরে,
বোঝাতে চেয়েওপারিনি তাইবোঝাতে-
লুকোনো কথা/
ইটপাথরের এ শহরে,
গাড়ি বাড়িরএ বহরে, 
খুজছে এ মন
ভীষণ করেদীপান্বিতা...
জীবন যখনথমকে দাড়ায়,
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকেরবৃষ্টি হারায়দীপান্বিতা...
কল্পনারই আকাশজুড়ে,
নানা রঙে লোকেরভিড়ে, 
দুচোখবুজেও স্বপ্ননীড়েদীপান্বিতা...
তুমি আমার চোখেরভাষা,
তুমি আমার সুখেরনেশা,
তুমি আমারভালবাসা দীপান্বিতা....।। 

No comments

Powered by Blogger.