O priya re Amay Tumi Vule Jeona - Bangla Lyrics @dhruboalok2k18
ও প্রিয়া রে ভূলে যেওনা
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
বুকে ব্যাথা দিওনা,
মন্টাকে ভেঙ্গো না
আমায় ছেড়ে চলে যেওনা
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
কত দোষ কত ভূল
করেছি দুজনে
কত মান অভিমানে
কেদেছি গুপনে
কত দোষ কত ভূল
করেছি দুজনে
কত মান অভিমানে
কেদেছি গুপনে
সেই প্রেমে সেই বাধন
আজও খু্লোনা
সেই প্রেমে সেই বাধন
আজও খু্লোনা
আজও খু্লনা
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
ভূলে গেলে প্রতিশ্রতি
মনে কি পরে না
তুমি ছাড়া এই মন
আর কেউ পাবেনা
ভূলে গেলে প্রতিশ্রতি
মনে কি পরে না
তুমি ছাড়া এই মন
আর কেউ পাবেনা
ভুলে গিয়ে সেই প্রেম
করলে চলনা
ভুলে গিয়ে সেই প্রেম
করলে চলনা
করলে চলনা
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা.....
বুকে ব্যাথা দিওনা
মনটাকে ভেঙ্গো না
আমায় ছেড়ে চলে যেওনা
ও প্রিয়া রে আমায় তুমি ভুলে যেওনা
No comments